সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?

চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?

চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?


চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?

চাদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাদের গায়ে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে। আলোর গতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলো মিটার বা ১ লাখ ৮৬ হাজার মাইল। আর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব আড়াই লাখ মাইলেরও কম। তাই চাদ থেকে আলো পৃথিবীতে পৌছতে সময় লাগে মাত্র ১ দশমিক ৩ সেকেন্ড। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব নির্ণয় করার জন্য আলোর প্রতিফলন প্রক্রিয়াটি ব্যবহার করা যায়। ১৯৬৯ সালে যখন মার্কিন মহাশূন্যচারীরা চাঁদে পদার্পণ করেন তখন তারা সেখানে কিছু আয়নাজাতীয় প্রতিফলনক্ষম যন্ত্র রেখে এসেছিলেন। পৃথিবী থেকে চাঁদের দিকে লেজাররশ্মি ফেলে দেখা গেছে সেই রশ্মি চাদে রক্ষিত আয়নায় প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসতে ৩ সেকেন্ডের কিছু কম সময় লাগে। নিখুঁতভাবে হিসাব করে প্রাপ্ত এ সময়কে আলোর গতি দিয়ে গুণ করে পৃথিবী থেকে চাদের দূরত্ব একেবারে শেষ ইঞ্চি পর্যন্ত বের করা সম্ভব হয়েছে। চাঁদে মানুষের পদার্পণের ভিডিওচিত্র লক্ষ করলে দেখা যাবে, চাঁদে মহাশূন্যচারীদের কথার সঙ্গে পৃথিবী থেকে উচ্চারিত প্রশ্নগুলোর বিলম্বিত প্রতিধ্বনিও ভেসে আসছে। পৃথিবী থেকে চাঁদে গিয়ে আবার ফিরে আসতে রেডিওতরঙ্গেরও প্রায় ৩ সেকেন্ড সময় লাগে বলেই ওরকম হয়। রেডিওতরঙ্গ আলোকতরঙ্গেরই একটি রূপ। পৃথিবী-চাদ যৌথ কাঠামো থেকে সূর্যের দূরত্ব প্রায় ৯ কোটি ৩০ লাখ মাইল। সূর্যের আলো চাদে পৌছাতে প্রায় ৮ মিনিট সময় লাগে। এরপর চাঁদের গায়ে প্রতিফলিত হয়ে মাত্র দেড় সেকেন্ডেই সেই আলো জ্যোৎস্নারূপে পৌঁছে যায় পৃথিবীতে।

Tags: চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?, আলোর গতিবেগ কত, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন