বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

ধূপ গাছ/ গুগগুল গাছ – বৃক্ষের কথা - Guggul gach – Dhup gach - Brikkher kotha – Humayun Ahmed

 

ধূপগাছ/ গুগগুল গাছ বৃক্ষের কথা - Guggul gach – Dhup gach - Brikkher kotha – Humayun Ahmed


ধূপগাছ/ গুগগুল গাছ বৃক্ষের কথা - Guggul gach – Dhup gach - Brikkher kotha – Humayun Ahmed

কয়েক বছর আগে নার্সারি থেকে ধূপগাছ নামের একটা গাহু কিনলাম। বইপত্রে ধূপগাছ বলে কোনো গাছ নেই। এর বৈজ্ঞানিক নাম কী, কোন পরিবারের গাছ কিছুই জানি না। সাইনবোর্ড ছাড়াই এই গাছ বড় হচ্ছে। স্বাস্থ্য ও সৌন্দর্যে ঝলমল

করছে।

যাই হোক এখন গাছের নাম জানি। বাংলায় গুগগুল। ইংরেজিতে Indian Bdellium tree. বৈজ্ঞানিক নাম হল, Commiphora mukul Engl. পরিবার হল,  Burseraceae

মার্চ-এপ্রিলে এই গাছে ফুল ফোটে। ফল আসে শীতকালে। ফুলের রঙ সাদা। ফুল কেমন এখনো জানি না।

পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে গুগগুল গাছ প্রচুর জন্মানোর কথা। আমি বাংলাদেশে এই গাছ দেখি নি।  

এই গাছের আঠার গন্ধ ধুপের মতো। ধুপের সঙ্গে গুগগুল মেশানো হয় বলেই এর নাম ধুপ ধুনো। এখন কেউ যদি বলেন, ধুনোটা কী? আমি বলতে পারব না। জানার চেষ্টা করছি।

আগরবাতি তৈরিতে গুগগুল ব্যবহার হয়। আতর তৈরিতেও গুগগুল লাগে।

 

ধূপগাছ বা গুগগুল গাছের ওষুধি ব্যবহার

গুগগুল রক্তের কোলেস্টরল নিয়ন্ত্রণ করে। চর্বি কমাতে সাহায্য করে। গনোরিয়া রোগ নিরাময়ে একসময় ব্যবহার হতো। প্রাচীন বইপত্রে উপদংশ রোগে এর ব্যবহার দেখা যায়। পারদ (মারকারি), নারিকেল তেল এবং গুগলের আঠা দিয়ে তৈরি মলম পুরাতন ক্ষত চিকিৎসায় ব্যবহার করা হতো।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন