সোমবার, ২৬ জুলাই, ২০২১

স্টেইনলেস স্টিল কি এবং এর উপাদান কি কি? - Stainless steel

স্টেইনলেস স্টিল কি,স্টেইনলেস স্টিল এর উপাদান,স্টেইনলেস স্টিল এর দাম, স্টেইনলেস স্টিল এ মরিচা পড়ে না কেনো,স্টেইনলেস স্টিল এর সংকেত,Stainless steel

স্টেইনলেস স্টিল কি এবং এর উপাদান কি কি? - Stainless steel

যে স্টিলে মরচে পড়ে না এবং যার উঁচু তাপ সহ্য করবার ক্ষমতা আছে তাকে স্টেইনলেস স্টিল বলে গলিত লোহার মধ্যে নির্দিষ্ট পরিমাণ কার্বন, ম্যাঙ্গানিজ ফসফরাস যোগ করে ইস্পাত তৈরি হয় সাধারণ ইস্পাত বা স্টিল স্টেইনলেস স্টিল নয় এদের সঙ্গে স্টেইনলেস স্টিলের উপাদানের পার্থক্য আছে স্টেইনলেস স্টিল তৈরি করতে হলে লোহার সঙ্গে ক্রোমিয়াম, সামান্য নিকেল, সিলিকন, ম্যাঙ্গানিজ এবং কার্বন মিশিয়ে ধাতু সংকর তৈরি করা দরকার স্টেইনলেস স্টিলে সাধারণত থাকে লোহা ৭০-৯০%, ক্রোমিয়াম ১২ ২০% এবং .-.% কার্বন স্টেইনলেস স্টিলে মরচে না পড়ার কারণ এতে ক্রোমিয়ামের ভাগ বেশি আছে এই ক্রোমিয়াম বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে ক্রোমিয়াম অক্সাইড এই ক্রোমিয়াম অক্সাইড খুব সূক্ষ্ম স্বচ্ছ পর্দার আকারে স্টেইনলেস স্টিলের সমস্ত পৃষ্ঠতলকে ঘিরে রাখে ফলে বাতাসের জলীয় বাষ্প বা অক্সিজেন এই পর্দা ভেদ করে ইস্পাতের সংস্পর্শে আসতে পারে না

স্টেইনলেস স্টিল কি,স্টেইনলেস স্টিল এর উপাদান,স্টেইনলেস স্টিল এর দাম, স্টেইনলেস স্টিল এ মরিচা পড়ে না কেনো,স্টেইনলেস স্টিল এর সংকেত,Stainless steel

সুতরাং এই ইস্পাতে মরচেও পড়ে না অর্থাৎ মরিচা বা আয়রন অক্সাইড তৈরি হতে পারে না যদি কোনোভাবে স্টেইনলেস স্টিলের গায়ে আঁচড় কেটে ক্রোমিয়াম অক্সাইডের অদৃশ্য পর্দাকে ছিন্ন করা যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেই আঁচড় কাটা জায়গার ক্রোমিয়ামের সঙ্গে নতুন করে বাতাসের অক্সিজেনের বিক্রিয়া হয় এবং নতুন ক্রোমিয়াম অক্সাইডের পর্দা তৈরি হয়ে ইস্পাতকে মরচে পড়ার হাত থেকে বাঁচায় কারণেই স্টেইনলেস স্টিলে কখনো মরচে পড়ে না

ট্যাগঃ স্টেইনলেস স্টিল কি,স্টেইনলেস স্টিল এর উপাদান,স্টেইনলেস স্টিল এর দাম, স্টেইনলেস স্টিল এ মরিচা পড়ে না কেনো,স্টেইনলেস স্টিল এর সংকেত,Stainless steel 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন