রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

ভূ-উপগ্রহ কি পৃথিবীতে আছড়ে পড়তে পারে?

 

ভূ-উপগ্রহ কি পৃথিবীতে আছড়ে পড়তে পারে - Can a satellite crash into the earth
ভূ-উপগ্রহ কি পৃথিবীতে আছড়ে পড়তে পারে - Can a satellite crash into the earth

ভূ-উপগ্রহ কি পৃথিবীতে আছড়ে পড়তে পারে?

আকাশে এখন অনেক কৃত্রিম ভূউপগ্রহ (স্যাটেলাইট) ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন টিভি চ্যানেল, ইন্টারনেট, আবহাওয়ার পূর্বাভাস, গোয়েন্দা তথ্য সংগ্রহ প্রভৃতি নানা কাজের জন্য আকাশে বিভিন্ন উচ্চতায় কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে ঘুরছে। পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণের জন্য এই সব উপগ্রহের গতিবেগ একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অনবরত কৃত্রিম উপগ্রহকে মাটিতে টেনে নামাতে চায়। এর বিরুদ্ধে আকাশে টিকে থাকতে হলে উপযুক্ত গতিবেগে তাকে আকাশে ঘুরতে হবে যেন সেই ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিগ শক্তি (সেন্ট্রিফিউগাল ফোর্স) মাধ্যাকর্ষণ শক্তিকে অকার্যকর করতে পারে। কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পর সেটা যেন মাধ্যাকর্ষণের টানে মাটিতে পড়ে না যায় সেজন্য এর গতিবেগ হতে হয় অন্তত সেকেন্ডে ৭ মাইল বা ঘণ্টায় ২৫ হাজার মাইল। এ অবস্থায় কৃত্রিম উপগ্রহটি আকাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। যদি উপগ্রহের গতি ন্যূনতম সীমার নিচে নেমে যায় তাহলেই সে আর কক্ষপথে থাকতে পারবে না, পৃথিবীতে আছড়ে পড়বে। সাধারণত বায়ুমণ্ডলের বাধার কারণে কৃত্রিম উপগ্রহের গতি ক্রমাগত কমতে থাকে। তাই তার গতিবেগ ধরে রাখার জন্য পর্যাপ্ত জ্বালানির ব্যবস্থা রাখা হয়। কিন্তু একসময় এই জ্বালানিও শেষ হয়ে আসে। তখন কৃত্রিম উপগ্রহ আকাশে ভেঙে পড়ে। কিন্তু তাতে যেন মানুষ বা ঘরবাড়ি ধ্বংস না হয় সে জন্য এসব কৃত্রিম উপগ্রহের নিয়ন্ত্রিত পতনের বিশেষ ব্যবস্থা করা হয়। মহাশূন্য স্টেশন মীর ভেঙে পড়েছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরে, সেটাও ছিল নিয়ন্ত্রিত পতন।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন