রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

পাখিদের লেজ থাকে কেন?

পাখিদের লেজ থাকে কেন?
পাখিদের লেজ কেন থাকে?

 

পাখিদের লেজ থাকে কেন?

পাখিদের পাখা থাকে ওড়ার জন্য, কিন্তু লেজ থাকে কিসের জন্য? প্রশ্নটা প্রথমে খুব গুরুত্বপূর্ণ মনে হবে না, কারণ তেমন কোনো কারণ ছাড়াই শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্যও তো পাখির লেজ থাকতে পারে। এটা ঠিক যে সৌন্দর্যের একটা ব্যাপার থাকে যদি সেটা সেই প্রজাতির টিকে থাকা ও বংশবিস্তারে সহায়ক হয় কিন্তু পাখির ক্ষেত্রে লেজের আলাদা বিশেষ একটি ভূমিকা রয়েছে। নৌকা বা জাহাজে চলার সময় দিক পরিবর্তনের জন্য যেমন হাল থাকে, প্লেনের লেজ যেমন হাল হিসাবে কাজ করে ঠিক তেমনি ওড়ার সময় পাখির লেজও হাল হিসেবে কাজ করে। পাখি তার লেজ ইচ্ছেমতো ডানে, বায়ে বা ওপরে-নিচে করতে পারে এবং এর দ্বারা সে তার চলার গতিপথ পরিবর্তন বা গতি কমিয়ে আনতে পারে। বনাঞ্চলে উড়ে বেড়ায় এমন এক ধরনের বাজপাখি তার লেজকে হাল হিসেবে নিপুণভাবে ব্যবহার করে অনায়াসে গাছপালার মধ্য দিয়ে উড়ে যায়। শুধু লেজ নয়, পায়ের সাহায্যেও অনেক পাখি তাদের উড়ার গতিপথ পরিবর্তন করে। যেমন এক ধরনের বালিহাস বা আমাদের দেশে সুপরিচিত অতিথি পাখি, যারা পানিতে সাঁতার কেটে বেড়ায়, তাদের পায়ের আঙুলগুলো প্রসারিত পর্দায় ঢাকা থাকে। ফলে উড়ার সময় এরা প্রয়োজনে পায়ের পাতা প্রসারিত করে বাতাসে বাধা সৃষ্টি করতে পারে বা গতি পরিবর্তনে ব্যবহার করতে পারে। পাখি তার পাখার ভঙ্গি পরিবর্তনের মাধ্যমেও চলার পথের দিক পরিবর্তন করতে পারে। বাতাসের সঙ্গে পাখার কৌণিক অবস্থান পরিবর্তন এবং দুই পাখার তুলনামূলক অবস্থানের পরিবর্তন ঘটিয়ে পাখি বাঁক ঘুরতে পারে। পাখির লেজ আসলে তার পাখা ও পায়ের সঙ্গে সমন্বিতভাবেই উড়ার পথে ভূমিকা রাখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন