সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

সুপার গ্লু কেন টিউবের ভেতরে লেগে যায় না?

সুপার গ্লু কেন টিউবের ভেতরে লেগে যায় না?

সুপার গ্লু কেন টিউবের ভেতরে লেগে যায় না?


 

সুপার গ্লু কেন টিউবের ভেতরে লেগে যায় না?

সুপার গ্লু দিয়ে ভাঙা প্লাস্টিক, কাচ, চামড়া এমনকি কাঠ পর্যন্ত জোড়া লাগানো যায়। মাত্র এক বর্গইঞ্চি পাতলা স্তরের সুপার গ্লু এক টনেরও বেশি ওজন ধরে রাখতে পারে। প্রশ্ন হলো, এমন মাহাত্ম্য যে আঠার, সেটা টিউবের ভেতর তরল অবস্থায় কীভাবে থাকে, কেন সেটা টিউবের ভেতরের গায়েই জোড়া লেগে যায় না? এর কারণ হলো, সুপার গ্লুর প্রধান যে রাসায়নিক উপাদান, যা সায়ানোঅ্যাক্রিলেট' নামে পরিচিত, সেটা পানি বা বাতাসের জলীয় বাষ্পের সংস্পর্শে না এলে জমাট বাঁধার রাসায়নিক প্রক্রিয়া শুরু হতে পারে না। পানির ছোঁয়া পেলে এর ছোট ছোট পরমাণুগুলো খুব দ্রুত জোড়া লেগে বড় বড় অণুর যৌগ গঠন করে। এটাই শক্ত আঠার কাজ করে। সাধারণ আঠায় কিছু পানি থাকে। সেই পানি শুকিয়ে গেলে আঠা কার্যকর হয়। সেজন্য সাধারণ আঠা টিউব বা যে কৌটায় রাখা হয় তার গায়ে সহজে লেগে যায় না। কিন্তু সুপার গ্লু তো তাৎক্ষণিকভাবে লেগে যাওয়ার কথা। তাও লাগে না কারণ সুপার গ্লুতে কোনো পানি থাকে না, বরং এটা পানির সংস্পর্শে আসামাত্র সক্রিয় হয়। এই সুপার গ্লু টিউবের ভেতর কোনো পানি বা বাতাসমুক্ত অবস্থায় রাখা হয়, সেজন্যই এটা টিউবের ভেতরের গায়ে আঠা হিসেবে লেগে যায় না। টিউব থেকে বের করে একটা হাল্কা প্রলেপ হিসেবে ভাঙা কাচ বা কাঠের ওপর ছড়িয়ে দিলে সেটা বাতাস থেকে জলীয় বাষ্প নিয়ে চট করে জমাট বেঁধে যায় বেশি পরিমাণের চেয়ে বরং কম অর্থাৎ হাল্কা এক পরত সুপার গ্লু বেশি শক্ত আঠার কাজ করে, কারণ ওই হাল্কা প্রলেপ সহজে বাতাস থেকে জলীয় বাষ্প নিয়ে জমাট বাঁধতে পারে। টিউবের মুখ খুলে প্রয়োজন মতো সুপার গ্লু বের করে সঙ্গে সঙ্গে টিউবের মুখ বন্ধ করে দিলে ভেতরে বাতাস ঢুকতে পারে না। ফলে সুপার গ্লু টিউবের ভেতরে জমাট বেঁধে আঠা লেগে যাওয়ার সুযোগও আর পায় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন