রবিবার, ৬ জুন, ২০২১

জাহাজ কেন পানিতে ভাসে? - Why do ships float in water? (Bangla)

 

জাহাজ কেন পানিতে ভাসে, Why do ships float in water,আর্কিমিডিস,Archimedes 

পূর্বের পোস্ট - পানি উচু আর নিচু –Surface of Liquid, Pressure and Pascal’s law

জাহাজ কেন পানিতে ভাসে? - Why do ships float in water?

কিন্তু লোহার তৈরী একটা জাহাজ জলে ভাসে কেমন করে তা বলতে পারো? তার কারণ পানির (বা যে কোনো তরল পদার্থের মধ্যে একটা জিনিস ডোবালে সেই জিনিসটার ওজন কমে যায়অন্তত মনে হয় কমে গেলো পানির নিচে ডুব দিয়ে একটা থান ইট তোলার চেষ্টা করো, দেখবে ইটটা কত হালকা লাগছে! কিন্তু কেন বলো দেখি?

তার কারণ হলো, পানির চাপ। ইটটার নিচের দিক থেকে পানি তাকে ওপর দিকে চাপ দিচ্ছে, আর তাই পানির তলায় ডুব দিয়ে যখন তুমি ইটটা তুলছে তখন তো শুধু নিজের গায়ের জোরেই তুলছো না, নিচের দিক থেকে পানিও ইটটাকে ওপর দিকে ঠেলতে ঠেলতে তোমাকে সাহায্য করেছে যে! তাই তোমার মনে হচ্ছে, ইটটা হালকা হয়ে গেলো

তাই পানির নিচে একটা জিনিস ডোবালে জিনিসটার ওজন কমে যায় কিন্তু কতখানি কমে? তারও হিসেব আছে একটা কিছু পানির মধ্যে পুরোপুরি (বা খানিকটা) ডোবালে পর সেই জিনিসটা পানির মধ্যে খানিকটা জায়গা জুড়ে থাকবে তো এই জায়গায় যতোটা পানি ধরতো সেই পানির একটা ওজনও থাকবে নিশ্চয়ই তাহলে, ওই পুরো জিনিসটার ওজন থেকে পানির এই ওজনটা বাদ দিয়ে দাও, বেরিয়ে যাবে জিনিসটার ওজন কমে কতোখানি হলো এই নিয়মটা প্রথম বের করেন গ্রীক বৈজ্ঞানিক আর্কিমিডিস (Archimedes of Syracuse) আর্কিমিডিসের এই নিয়ম থেকেই বোঝা যায় জাহাজ কেন ভাসে জাহাজের যে-অংশটা পানির নিচে ডুবে থাকে সেটা ফাঁপা, তাই সেটার ওজন খুবই কম কিন্তু তার আয়তন বিশাল কাজেই সেই আয়তনের পানির ওজন গোটা জাহাজটার ওজনের সমান হয়, ফলে জাহাজটা তার নিজের সবটুকু ওজন খুইয়ে বসে তাই জাহাজটা ভাসতে থাকে, ডোবে না

পরের পর্ব -   ডুবো জাহাজ কিভাবে কাজ করে? - How do submarines work?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন