রবিবার, ৬ জুন, ২০২১

ডুবো জাহাজ কিভাবে কাজ করে? - How do submarines work?

 

ডুবো জাহাজ কিভাবে কাজ করে?, How do submarines work?

পূর্বের পর্ব - জাহাজ কেন পানিতে ভাসে? - Why do ships float in water? (Bangla)

ডুবো জাহাজ কিভাবে কাজ করে? - How do submarines work?

কিন্তু সব জাহাজ তো আর -রকম নয় খুশিমতো ডোবে আর খুশিমতো ভাসে এ রকম যে-সব ডুবো জাহাজ তাদের ব্যাপারটা কী?

ওরা যখন পানির নিচে ডুবে থাকে তখন ওদের ওজন থেকেও সমান আয়তন পানির ওজন বাদ যায় কাজেই ওদের ওজন যদি এই পানির ওজনের চেয়ে বেশি হয় তাহলেই ওরা ডোবে, নইলে ভেসে ওঠে কিন্তু ওদের ওজন সব সময় সমান নয়, খুশিমত ওদের ওজন বাড়ানো-কমানো যায় কেননা, ওদের পেটের মধ্যে বড়ো বড়ো চৌবাচ্চা আছে কল খুলে তার ভেতর পানি ভরে দিলে ওদের ওজন যায় বেড়ে ওরা তখন টুপ করে ডুবে যায় কিন্তু আবার কল খুলে চৌবাচ্চার সেই পানি বার করে দেওয়া যায়, তখন ওরা আবার তিমি মাছের মতো হুস করে ভেসে ওঠে

এসো বানাই সাবমেরিন

প্রথমে যোগাড় করো :

() একটা বড়ো-মুখওয়ালা বোতল (বাচ্চাদের দুধের খালি বোতল হলেই হবে),

() হোমিওপ্যাথিক ওষুধের একটা খালি শিশি, আর

() খানিকটা বেলুন-ফাটা রবারের টুকরো

বোতলটার প্রায় গলা অবধি পানি ভর্তি করো। হোমিওপ্যাথিকের শিশিটাতেও খানিকটা পানি ভরো আর সেটাকে উল্টো করে বড় বোতলটায় ঢোকাও : ছোট্ট শিশিটায় অবশ্য আন্দাজমতো পানি ভরতে হবে, যাতে ওটা ডুবু ডুবু হয়ে ভেসে থাকে বার কয়েক চেষ্টা করলেই ঠিক করতে পারবে কতোখানি পানি তাতে ভরা দরকার তারপর বড়ো বোতলটার মুখটায় বেলুন-ছেড়া রবারটা বেশ টান করে বেঁধে দাও এইবারে মাথার ওপরকার ওই রবারটায় আঙুল দিয়ে চাপ দাও, দেখবে তোমার তৈরী সাবমেরিন (ওই হোমিওপ্যাথিক ওষুধের শিশিটা) ডুবে যাচ্ছে রবার থেকে হাতটা সরিয়ে নাও, দেখবে তোমার ওই ক্ষুদে সাবমেরিন টুপ করে ভেসে উঠলো কিন্তু কেন এমন হয় বলো তো?

রবারের যখন চাপ দিলে তখন রবারের তলার বাতাসে চাপ পড়লো, চাপ বাতাসটা আবার বোতলের পানির ঘাড়ে চাপিয়ে দিলো প্যাসকেলের নিয়ম অনুসারে এই চাপ গিয়ে পৌছুলো হোমিওপ্যাথিক শিশির ভেতর আর এই চাপের ধাক্কায় পড়ে বয়েলের আইন অনুসারে হোমিওপ্যাথিক শিশির ভেতরকার বাতাসের আয়তন কমলো, কাজেই শিশির ভেতর আরো খানিকটা পানি ঢুকে গেলোশিশিটা গেলো ডুবে তুমি আবার যেই রবার থেকে হাতটা সরিয়ে নিলে অমনি পানির থেকে চাপ গেলো কমে আর তাই শিশির ভেতরকার বাতাস থেকেও চাপ কমলো, রয়েলের আইন অনুসারেই তার আয়তন আবার বাড়লো,-শিশি থেকে খানিকটা পানি বেরিয়ে গেলো আর শিশিটা উঠল ভেসে

পরের পর্ব  - গল্পে গল্পে থার্মোমিটার এর গঠন, কার্যপ্রণালী ও ব্যবহার - The structure, function and use of thermometer (Bengali)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন