রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

ওয়েবশার্ট কী?

ওয়েবশার্ট কী?

ওয়েবশার্ট কী?



ওয়েবশার্ট কী?

ওয়েবসাইটের বিষয়ে কমবেশি জ্ঞান সকলেরই আছে। কিন্তু ওয়েবশার্ট কী? এটা কি গায়ে পরার কোনো শার্ট নাকি ইন্টারনেটের কোনো অংশ?

আসলে এটা বিশেষ ধরনের একরকম পরিধেয় শার্ট, যা ব্যবহার করা হয় ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা বিষয়ক সঠিক পরামর্শ পাওয়ার জন্য WebMD, Dr. Koop প্রভৃতি ওয়েবসাইটের মাধ্যমে কোনো অসুখের জন্য প্রেসক্রিপশন গ্রহণ এখন বহুল প্রচলিত। কিন্তু এই প্রেসক্রিপশন কতটা নির্ভয়ে ব্যবহার করা যায়, সেটাই প্রশ্ন। নির্ভরযোগ্য প্রেসক্রিপশনের জন্য দরকার রোগের বিবরণ, লক্ষণ এবং অন্যান্য তথ্য নির্ভুলভাবে জানানো এখানেই হলো সমস্যা। অনলাইন প্রেসক্রিপশনের জন্য প্রয়োজন রোগীর অনলাইন মনিটরিং। উদ্দেশ্যে ক্যালিফোর্নিয়ার ওহাইয়ে অবস্থিত LifeShirt.com প্রতিষ্ঠানটি এক ধরনের ওয়েবশার্ট বানিয়েছে। এটি একটি হাফশার্ট, যার মধ্যে বিভিন্ন জটিল যন্ত্রপাতি রয়েছে। এগুলো সারাক্ষণ রোগীর ইসিজি, রক্তচাপ, হার্টবিট প্রভৃতি মাপে। রোগীর ঝিমুনি এলে বা শরীরের কোথাও ব্যথা বেদনা হলে তাও রেকর্ড হয়। ওয়েবশার্ট প্রায় ৪০ ধরনের সংকেত রেকর্ড করতে পারে। শার্টের সঙ্গে যুক্ত একটি ছোট কম্পিউটারে এসব তথ্য সঞ্চিত হয়। রোগী নির্দিষ্ট সময় পর পর তথ্যগুলো কোনো পিসির মাধ্যমে ইন্টারনেটে পাঠাতে পারে। বিশেষজ্ঞ ডাক্তাররা তখন সেইসব তথ্য বিশ্লেষণ করে নির্ভরযোগ্য প্রেসক্রিপশন দিতে পারে। ওয়েবশার্ট অচিরেই এক চমকপ্রদ মেডিকেল ফ্যাশনে পরিণত হতে চলেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন