শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

তরল বোমা কীভাবে কাজ করে? How does a liquid bomb work?

তরল বোমা কীভাবে কাজ করে - How does a liquid bomb work
তরল বোমা কীভাবে কাজ করে - How does a liquid bomb work

তরল বোমা কীভাবে কাজ করে? How does a liquid bomb work?

সাধারণত তাজা বোমা নিষ্ক্রিয় করার জন্য পানিতে ডুবিয়ে রাখা হয়। অর্থাৎ ভিজে গেলে বোমা আর বিস্ফোরিত হয় না বলেই ধরে নেওয়া হয়। এ থেকে প্রশ্ন ওঠে, বোমা তরল হলে কীভাবে কাজ করে? কয়েক বছর আগে একবার লন্ডন বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয় এই আশঙ্কায় যে সন্ত্রাসীরা তরল বোমার সাহায্যে আমেরিকাগামী ১০টা বিমান শূন্যে উড়িয়ে দিতে পারে। সন্ত্রাসীকে গ্রেপ্তারও করা হয়। তরল বোমা আসলে এক ধরনের তরল বিস্ফোরকে তৈরি। এর সুবিধা এই যে, সতর্ক না থাকলে নিরাপত্তা তল্লাশি এড়িয়ে এটা সঙ্গে করে বিমানের ভেতর বা অন্য কোথাও নিয়ে যাওয়া যায়। বোমার ভেতর যে বিস্ফোরক থাকে তা সাধারণত কঠিন পদার্থের হয়, আবার তরলও হতে পারে। এদের কার্যপদ্ধতি একই ধরনের। 

How does a liquid bomb work - liquid bomb explained
How does a liquid bomb work - liquid bomb explained


 

বোমাগুলোকে বিশেষ পদ্ধতিতে উত্তপ্ত করলে বা জোরে আঘাত দিলে ভেতরের বিস্ফোরকের মধ্যে শিকল-বিক্রিয়া (চেইন রিঅ্যাকশন) শুরু হয় এবং এতে ওই বিস্ফোরকের আণবিক কাঠামো দ্রুত ভেঙে পড়তে থাকে। ফলে সৃষ্টি হয় প্রচণ্ড চাপ ও শক্তি, যা চারপাশের সবকিছু ভেঙেচুরে তছনছ করে দেয়। নাইট্রোগ্লিসারিন এক ধরনের তরল বিস্ফোরকের কাজ করে। এটা কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত। এর আণবিক গঠন খুব ভঙ্গুর। সামান্য আঘাতেই সৃষ্ট চেইন রিঅ্যাকশনের অণুগুলোকে কার্বন-ডাই-অক্সাইড, পানি ও অক্সিজেনে বিভক্ত করে। পরমাণুগুলোর মধ্যে বন্ধন ভাঙার এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যে প্রচুর শক্তি অবমুক্ত হয়, যা ব্যাপক ধ্বংসসাধন করে। নাইট্রোগ্লিসারিন স্বচ্ছ তেলের মতো একে সহজেই কোনো শ্যাম্পু বা ওডিকোলনের শিশিতে ভরে হাতব্যাগে নিয়ে বিমানে ওঠা যায়। ধারণা করা হয় যে ওই সন্ত্রাসীরা ট্রাই অ্যাসিটোন ট্রাইপারোক্সাইডকে তরল বোমা হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। এটা সহজলভ্য এবং নাইট্রোগ্লিসারিনের মতোই একে বিস্ফোরক হিসেবে ব্যবহার করা যায়। কারো কারো মতে শক্তিশালী বিস্ফোরণ ঘটানোর জন্য দুই বা তিন ধরনের তরল বোমা নিয়ে বিমানে ওঠার পর তার মিশ্রণে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন