শনিবার, ২৮ আগস্ট, ২০২১

চৌম্বকত্ব ও তড়িৎচুম্বক – বিসিএস পরীক্ষা প্রস্তুতি - Magnetism and Electromagnet- BCS Exam Preparation

General Science,BCS Exam preparation,বিসিএস পরীক্ষা প্রস্তুতি,চৌম্বকত্ব ও তড়িৎচুম্বক,ট্রান্সফর্মার,
চৌম্বকত্ব তড়িৎচুম্বক বিসিএস পরীক্ষা প্রস্তুতি - Magnetism and Electromagnet- BCS Exam Preparation

 - - - - - - - - - - - - - 

চৌম্বকত্ব

-চুম্বকের ইংরেজি প্রতিশব্দ Magnet গ্রিক শব্দ Magnesia থেকে উদ্ভূত, যার অর্থ- পাথর।

-বস্তুর আকর্ষণ দিক নির্দেশক ধর্মকে- চুম্বকত্ব বলা হয়।

-চুম্বকের দুটি ধর্ম আকর্ষণ দিক নির্দেশক ধর্ম

-সবচেয়ে শক্তিশালী স্থায়ী চুম্বক হল- নিয়োডিমিয়াম বোরন আয়রনের চুম্বক ইত্যাদি।

-লোহা, লোহার যৌগ, লোহার সংকর ধাতু, নিকেল কোবাল্ট ইত্যাদি- চৌম্বক পদার্থ।

-সোনা, রুপা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, টিন, দস্তা ইত্যাদি- অচৌম্বক পদার্থ

-মোটর, জেনারেটর, ট্রান্সফরমার প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয় অস্থায়ী চুম্বক।

-টেপ রেকর্ডার কম্পিউটারের স্মৃতির ফিতায় ব্যবহার করা হয় স্থায়ী চুম্বক টেপ রেকর্ডার কম্পিউটারের স্মৃতির ফিতায় বহুল ব্যবহৃত হয়- সিরামিক চুম্বক।

-ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে—-চুম্বক ক্ষেত্র হিসেবে।

-চুম্বকে পরিণত করা যায়--ইস্পাতকে।।

-কলিং বেলে বিদ্যুৎ চুম্বকের জন্য নরম লোহা ব্যবহারের কারণ হলো- নরম লোহা বিদ্যুৎ প্রবাহে দ্রুত চুম্বকে পরিণত হয়।

-ক্যাসেট প্লেয়ারের টেপে- CrO2 ব্যবহৃত হয়।

-চুম্বকের মেরুতে আকর্ষণ বেশি মাঝখানে আকর্ষণ সবচেয়ে কম।

-লোহার কুরি তাপমাত্রা- 770°C.

-চুম্বকের রাসায়নিক সংকেত—Fe3O4

-চৌম্বক বলরেখাগুলো - চুম্বক ক্ষেত্র নির্দেশ করে।

-প্রাকৃতিক চুম্বককে পূর্বে বলা হতো লোড স্টোন।

-তাড়িত চুম্বক U আকৃতির হয়।।

-এক টুকরো কাঁচা লোহাকে U আকারে বাঁকিয়ে অন্তরিত তামার তার জড়িয়ে তড়িৎ প্রবাহিত করলে উৎপন্ন হয় তাড়িত চৌম্বক।

-1600 খ্রি. গিলবার্ট প্রমাণ করেনপৃথিবী একটি বিরাট চুম্বক ক্ষেত্র। ভূচুম্বকের উত্তর মেরু থাকেদক্ষিণ দিকে দক্ষিণ মেরু থাকে—– উত্তর দিকে।

--------

তড়িৎ চৌম্বক

 

-তড়িৎ চৌম্বক তৈরিতে ব্যবহার করা হয়-- কাঁচা লোহা।

-তড়িৎ প্রবাহে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এটি প্রমাণ করেন- ওয়েরস্টেড, ১৮১৯ সালে।

-১৮৩১ সালে মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন- তড়িৎ চৌম্বক আবেশ।

-ফ্যারাডে কর্তৃক তড়িৎ চৌম্বকীয় আবেশের দুটি সূত্র হলো

১ম সূত্র: যখনই কোনো বদ্ধ তার কুণ্ডলীতে আবদ্ধ চৌম্বক আবেশ রেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই উক্ত কুণ্ডলীতে একটি তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়।

২য় সূত্র: তার কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তির মান সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চৌম্বক ক্ষেত্ররেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্স এর পরিবর্তনের হারের সমানুপাতিক।

-লেঞ্জ এর সূত্র- আবিষ্ট তড়িচ্চালক শক্তি বা তড়িৎ প্রবাহের দিক এমন হয় যে এটি উৎপন্ন হওয়ার পর যে কারণে উৎপন্ন হয় সেই কারণের বিরুদ্ধেই কাজ করে।

-তড়িৎবাহী কুণ্ডলীকে বলেমুখ্য কুন্ডলী।

-যে তারের কুন্ডলীতে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় তাকে বলে-- গৌণ কুন্ডলী।

-ডায়নামো, মোটর, ট্রান্সফরমার প্রভৃতি- তড়িৎ চৌম্বকীয় আবেশ নীতির উপর প্রতিষ্ঠিত।

-ডায়নামো যান্ত্রিক শক্তিকে- তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে।

-বৈদ্যুতিক মোটর তড়িৎ শক্তিকে- যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তড়িৎ চৌম্বকের মেরুশক্তি তাদের- পাক সংখ্যার উপর নির্ভর করে।

-সলিনয়েডের ভিতর লোহার দণ্ড/পেরেক ঢুকিয়ে সলিনয়েডে তড়িৎপ্রবাহ চালালে দণ্ড বা পেরেকটি তাড়িৎ চুম্বকে পরিণত হয়।

-তড়িৎপ্রবাহ বন্ধ করলে দণ্ড বা পেরেক আর চুম্বক থাকে না।

-তড়িৎপ্রবাহের দিক পরিবর্তন করলে- তাড়িৎ চুম্বকের মেরু বিপরীত হয়ে যায়।

-তড়িৎ চৌম্বকের প্রাবল্য বৃদ্ধি পায়- সলিনয়েডের তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বাড়িয়ে

-সলিনয়েডের পাক বা পেঁচের সংখ্যা বাড়ালে তড়িৎ চৌম্বকের প্রাবল্য বৃদ্ধি পায়।

-লোহার দণ্ড বা পেরেককে U অক্ষরের মতো বাঁকিয়ে মেরু দুটি আরো কাছাকাছি এনে তড়িৎ চৌম্বকের প্রাবল্য বৃদ্ধি করা যায়

-সলিনয়েড হলো ঘন সন্নিবিষ্ট অনেকগুলো পেঁচযুক্ত লম্বা বেলনাকার কয়েল বা তারকুণ্ডলী।

 

ট্রান্সফর্মার

উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে- ট্রান্সফর্মার।

-তড়িৎ চৌম্বক আবেশের ওপর ভিত্তি করে এই যন্ত্র তৈরি করা হয়। ট্রান্সফরমার দুই প্রকার। যথা: উচ্চধাপী/আরোহী/Step up transformer নিম্নধাপী অবরোহী/Step down transfortner.

-উচ্চধাপী ট্রান্সফরমার নিম্ন বিভবকে উচ্চ বিভবে এবং নিম্নধাপী ট্রান্সফরমার উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তরিত করে।

-ট্রান্সফর্মার ভোল্টেজ তড়িৎপ্রবাহ উভয়কেই রূপান্তর করে।

-দূর দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য আরোহী বা উচ্চধাপী ট্রান্সফর্মার ব্যবহৃত হয়।

-Step up transformer ব্যবহৃত হয়বাসাবাড়ি, রেডিও, টেলিভিশন, টেপরেকর্ডারে।

-Transformer শুধু AC বর্তনীর ক্ষেত্রে ব্যবহার করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন