বুধবার, ৭ জুলাই, ২০২১

কয়েকজন বিখ্যাত অণুজীববিজ্ঞানী ও তাদের কাজ – Some Microbiologists and their works

 

কয়েকজন বিখ্যাত অণুজীববিজ্ঞানী ও তাদের কাজ,Some Microbiologists and their works

কয়েকজন বিখ্যাত অণুজীববিজ্ঞানী ও তাদের কাজ Some Microbiologists and their works

 

ক্রম

নাম

যে সব কাজের জন্যে বিখ্যাত

1.     

অ্যান্টনি ভ্যান লেভেনহুক (১৬৩২ -১৭২৩)

Antonie van Leeuwenhoek

প্রথম অণুজীববিজ্ঞানী

 

 

2.     

রবার্ট হুক (১৬৩৫ ১৭০৩)

Robert Hooke (1635–1703):

 

সর্বপ্রথম যিনি অণুজীবের অস্তিত্ব  পর্যবেক্ষণ করেছেন।

 

3.     

এডওয়ার্ড জেনার (১৭৪৯-১৮২৩)

Edward Jenner  

টিকাদান পদ্ধতিতে প্রথম সাফল্য লাভ করেছিলেন।

 

4.     

অগস্টিনো মারিয়া বাসসি (১৭৭৩ - ১৮৫৬)

Agostino Maria Bassi (1773–1856):

সংক্রামক রোগ নিয়ে কাজ করেছিলেন

 

5.     

ইগনাজ ফিলিপ সেমেলওয়েইজ (১৮১৮ - ১৮৬৫)

Ignaz Philipp Semmelweis (1818–1865): 

তাকে মায়েদের রক্ষাকারী নামে ডাকা হয়।  

 

6.     

লুই পাস্তুর (১৮২২-১৮৯৫)

Louis Pasteur (1822–1895):

অণুজীববিদ্যার সেরা শিক্ষক বলা হয়।

 

7.     

ফার্দিনান জুলিয়াস কন

Ferdinand Julius Cohn (1828–1898):

জীবানূতত্ত্বের পথিকৃৎ বলা হয়।

 

8.     

জোসেফ লিস্টার (১৮২৭-১৯১২)

Joseph Lister (1827–1912):

পচন নিবারণ বিদ্যার পথিকৃৎ

 

9.     

হাইনরিখ অ্যানটন ডি বারি (১৮৩১-১৮৮৮)

Heinrich Anton de Bary (1831–1888): 

ছত্রাকবিজ্ঞানের পথিকৃৎ

 

 

10.           

রবার্ট কখ (১৮৪৩-১৯১০)

Robert Koch (1843–1910):

সেরা মেডিক্যাল মাইক্রোবায়োলজিস্ট নামে পরিচিত।

 

11.           

চার্লস লুই আলফনসো লাভারান

Charles Louis Alphonse Laveran (1845–1922):

ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কারক

 

12.           

চাইম এ. ওয়াইজম্যান (১৮৭৪ ১৯৫২)

Chaim A. Weizmann (1874–1952):

ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজির পথিকৃৎ এবং ইসরাঈলের প্রথম প্রেসিডেন্ট

 

13.           

অ্যালেকজান্ডার ফ্লেমিং (১৮৮১-১৯৫৫)

Alexander Fleming (1881–1955): 

পেনিসিলিন আবিষ্কার করেছিলেন

14.           

রেনে জুল দুবো (১৯০১-১৯৮২)

René Jules Dubos (1901–1982):

ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক ও এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজির পথিকৃৎ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন