শুক্রবার, ৯ জুলাই, ২০২১

অপটিক্যাল মাউস কীভাবে কাজ করে? - How does an optical mouse work?

 

অপটিক্যাল মাউস কীভাবে কাজ করে,How does an optical mouse work,

অপটিক্যাল মাউস কীভাবে কাজ করে? - How does an optical mouse work?

কম্পিউটারে আগে যে মাউস ব্যবহার করা হতো তার নিচে মার্বেলের মতো একটি গোলক চাকা থাকত মাউসটি নাড়ালে সেই চাকা যে দিকে ঘুরত সে সংকেত অনুযায়ী কম্পিউটারও মনিটরে কার্সর সরিয়ে নিত এর কতকগুলো অসুবিধা হলো মাউসের চাকাটি ঘর্ষণে দ্রুত ক্ষয় হয়ে যায়, মাউসে ময়লা জমে, আর মাউসের জন্য দরকার হয় মসৃণ পৃষ্ঠের মাউস প্যাড। এই সব সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করেছে প্রযুক্তি-অপটিক্যাল মাউস। এর প্রচলন হয় ১৯৯৯ সালের শেষ দিকে। এই প্রযুক্তি প্রকৃতপক্ষে একটি ছোট্ট ক্যামেরা ব্যবহার করে, যা প্রতি সেকেন্ডে দেড় হাজার ছবি নিতে পারে। অপটিক্যাল মাউসে লাল আলো বিচ্ছুরণক্ষম একটি ছোট ডায়োড (লাইট-এমিটিং ডায়োড, সংক্ষেপে এলইডি) থাকে। এর আলো মাউসের নিচের তলে প্রতিফলিত হয়ে একটি সেন্সরে গিয়ে পড়ে। এই সেন্সরকে বলা হয়কমপ্লিমেন্টারি মেটাল-অক্সাইড সেমিকন্ডাক্টর, সংক্ষেপে সিএমওএস (Complementary Metal Oxide Semiconductor - CMOS)

অপটিক্যাল মাউস কীভাবে কাজ করে,How does an optical mouse work,
এই সেমিকন্ডাক্টর তার গৃহীত প্রতিটি প্রতিচ্ছবি বিশ্লেষণের জন্য একটি ডিজিটাল সিগন্যাল প্রসেসর বা ডিএসপিতে পাঠায়। এটা প্রতি সেকেন্ডে কোটি ৮০ লাখ নির্দেশ নিয়ে কাজ করতে পারে। এর ফলে সে প্রতি মুহূর্তে তার কাছে প্রেরিত সংকেত পূর্ববর্তী হে সংকেতের মধ্যে কী পার্থক্য হচ্ছে তা চট করে শনাক্ত করতে সক্ষম। মাউসের নড়াচড়ার ফলে তার অবস্থানের যে পরিবর্তন হয় ডিএসপি তা নিখুঁতভাবে নির্ণয় করে কম্পিউটারকে জানিয়ে দেয়। ফলে কম্পিউটার বুঝতে পারে মাউসটি কোন দিকে কত দূর যাচ্ছে এবং সে অনুযায়ী সে মনিটরে কার্সরকে নিয়ে যায়। প্রতি মুহূর্তে শত শতবার সংকেত প্রেরিত হয়, যে কারণে কম্পিউটার স্ক্রিনে কার্সর খুব মসৃণভাবে চলে। এই মাউসের জন্য বিশেষ কোনো মাউস প্যাডের দরকার হয় না, কম্পিউটার টেবিলের ওপরই এটা কাজ করতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন