রবিবার, ২৫ জুলাই, ২০২১

ডিজিটাল ও ইলেক্ট্রনিক কম্পিউটার - Digital and electronic computers

ডিজিটাল কম্পিউটার,ইলেক্ট্রনিক কম্পিউটার,Digital computers,electronic computers,হার্ভার্ড মার্ক-ওয়ান,অ্যানালিটিক্যাল ইঞ্জিন,ইনিয়াক কম্পিউটার

ডিজিটাল ও ইলেক্ট্রনিক কম্পিউটার - Digital and electronic computers

প্রথম ডিজিটাল কম্পিউটার কোথায় ও কবে তৈরি হয়েছিল?

১৯৪৪ সালের মে মাসে কেমব্রিজের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম ডিজিটাল কম্পিউটার তৈরি হয়েছিল। এই কারণেই যন্ত্রগণকটির নাম দেওয়া হয় হার্ভার্ড মার্ক-ওয়ান (Harvard Mark I)। এই কম্পিউটারটি কিন্তু পুরোপুরি ইলেকট্রনিক ছিল না। এখানে ইলেকট্রনিক যন্ত্রাংশের সঙ্গে সঙ্গে ব্যবহার করা হয়েছিল বিভিন্ন বৈদ্যুতিক ও ধাতব যন্ত্রাংশ। হার্ভার্ড মার্ক-ওয়ান মাপে ছিল বিশাল। লম্বায় প্রায় সাড়ে পনেরো মিটার ও উচ্চতায় প্রায় আড়াই মিটার। এতে মোট প্রায় সাড়ে সাত লক্ষ যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছিল, আর বৈদ্যুতিক তার লেগেছিল ৮০০ কিলোমিটারেরও বেশি। দুটি সংখ্যাকে যোগ করতে মার্ক-ওয়ান-এর ০.৩ সেকেন্ড সময় লাগতো এবং গুণ করতে সে সময় নিতো ৪.৫ সেকেন্ড।

 

আধুনিক ডিজিটাল কম্পিউটারের জনক কাকে বলা হয়?

আধুনিক কম্পিউটারের গঠন-নীতি প্রথম পরিকল্পনা করেছিলেন ইংল্যান্ডের গণিতবিদ চার্লস ব্যাবেজ (Charles Babbage) ১৮৩৩ সালে নিজের তত্ত্বের ওপরে ভিত্তি করে ব্যাবেজ পর পর দুটি যন্ত্রগণক তৈরির চেষ্টা করেছিলেন তার মধ্যে একটির নাম তিনি দিয়েছিলেন ডিফারেন্স ইঞ্জিন ( difference engine ) এবং অপরটির নাম দিয়েছিলেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন ( Analytical Engine ) কিন্তু একটি যন্ত্রও তিনি সম্পূর্ণ তৈরি করে যেতে পারেন নি ব্যাবেজের পরিকল্পনার প্রায় ১০০ বছর পরে তাঁর নীতি অনুসরণ করে তৈরি হয় হার্ভার্ড মার্ক-ওয়ান আধুনিক কম্পিউটারের গঠন-রীতিও ব্যাবেজের পরিকল্পনা অনুসারে সেই কারণেই চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়

 

বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?

বর্তমানে পৃথিবীর বহু কোম্পানি ইলেকট্রনিক কম্পিউটার তৈরি করে, কিন্তু সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটারটি কোথায় কবে তৈরি হয়েছিল?

ইনিয়াক কম্পিউটার (ENIAC Computer) বিশ্বের প্রথম ইলেকট্রনিক ১৯৪৬ সালের ১৫ ফেব্রুয়ারি এই যন্ত্রগণকের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ইনিয়াক তৈরি করেছিলেন পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের মুর স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর বিজ্ঞানীরা ইনিয়াক-এর বর্তনীতে ব্যবহার করা হয়েছিল ১৮০০০ ইলেকট্রনিক ভালভ, ৭০০০০ রেজিস্ট্যান্স, ১০০০০ কনডেন্সার এবং ৬০০০ সুইচ এই কম্পিউটারটির আকার ছিল হার্ভার্ড মার্ক-ওয়ান এর চেয়েও বড় প্রায় ৩০ মিটার লম্বা, মিটার উঁচু এবং মিটার পুরু দুটি সংখ্যা যোগ করতে ইনিয়াক এক সেকেন্ডের ৫০০০ ভাগের এক ভাগ সময় নিত আর গুণন করতে সময় নিত এর ১৪ গুণ আজকের দিনের কম্পিউটারের তুলনায় ইনিয়াক-এর গতিকে নিতান্তই শামুকের গতি বলা যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন