সোমবার, ২৬ জুলাই, ২০২১

গবেষণাগারে কৃত্তিম হীরা তৈরী - Artificial diamonds in the laboratory

গবেষণাগারে কৃত্তিম হীরা তৈরী, Artificial diamonds in the laboratory,হীরা কিভাবে তৈরী করা হয়,

গবেষণাগারে কৃত্তিম হীরা তৈরী - Artificial diamonds in the laboratory

 

ভূতত্ত্ববিদরা মনে করেন প্রকৃতিতে প্রাপ্ত হীরা গুলো মাটির প্রায় একশত মাইল বা তারও বেশি নিচে এক থেকে তিন বিলিয়ন বছর পূর্বে প্রচণ্ড চাপ ও তাপে প্রাকৃতিকভাবে তৈরী হয়েছে। 

হীরা কৃত্রিম উপায়েও তৈরি করা সম্ভব সর্বপ্রথম কৃত্রিম উপায়ে হীরা তৈরি করেছিলেন ব্রিটিশ প্রযুক্তিবিদ জে বি হান ১৮৮০ সালে এরপর ১৯৫৩ সালে সুইডেনের রাজধানী স্টকহোমের গবেষণাগারে . রিগনার লিলজেবাড কৃত্রিম হীরা তৈরি করতে পেরেছিলেন পরের বছর ১৯৫৪ সালে নিউইয়র্কে জেনারেল ইলেকট্রিকের গবেষণাগারে কৃত্রিম হীরা তৈরি হয় এই হীরার রঙ ছিল ধূসর সবুজ হলুদ এই কৃত্রিম হীরা তৈরির জন্য একটি বিশেষ ধরনের কার্বনের যৌগ পদার্থকে ১৫ লক্ষ অ্যাটমসফিয়ার অর্থাৎ ভূপৃষ্ঠে যে চাপ রয়েছে তার প্রায় ১৫ লক্ষ গুণ বেশি চাপে ২৭৬০° সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করানো হয় এই তাপ চাপ দেওয়ার উদ্দেশ্যে ভূপৃষ্ঠের প্রায় ৩৮০ কিলোমিটার নিচে যে অবস্থা আছে, সেই রকম পরিবেশ তৈরি করা এই তাপ চাপেই প্রকৃতিতে হীরা তৈরি হয় কয়েক বছর পরে ১৯৫৭ সালে ব্যবসায়িক ভিত্তিতেও বাজারে কৃত্রিম হীরা বিক্রয় শুরু হয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন