বুধবার, ৩০ জুন, ২০২১

সমুদ্র কেন নীল? - Why Is the Ocean Blue?

সমুদ্র কেন নীল?,Why Is the Ocean Blue?,‘রেলে স্ক্যাটারিং'  প্রক্রিয়া, Rayleigh scattering,ফটোসিনথিসিস,Photosynthesis

সমুদ্র কেন নীল? - Why Is the Ocean Blue?

আদিগন্ত বিস্তৃত নীল সমুদ্র মানুষকে সব সময় আকর্ষণ করে সমুদ্র নীল দেখায় তার প্রধান কারণ আসলে পানির রঙ নীল তবে অল্প পানিতে সেটা বোঝা যায় না সমুদ্রের পানির গভীরতা বেশি বলে একে নীল দেখায় তবে নীল আকাশের প্রতিবিম্বও এখানে কাজ করে মেঘমুক্ত আকাশে সমুদ্রের নীল রঙ বেশি গাঢ় দেখায় আকাশ নীল রঙ ধারণ করে মূলত রেলে স্ক্যাটারিং' (Rayleigh scattering) প্রক্রিয়ায় এর মানে হলো বাতাসে ভাসমান বিভিন্ন বস্তুকণায় সূর্যরশ্মির নীল রঙটি অন্য রঙের চেয়ে বেশি বিচ্ছুরিত হয় কারণেই আকাশ সাধারণত নীল আবার সেই একই কারণে সমুদ্রের রঙও নীল দেখায় সুমদ্র যে সব সময় নীল হবে এমন কোনো কথা নেই এমনকি একেবারে মেঘমুক্ত নীলাকাশ যখন থাকে তখনও সমুদ্রের রঙ নীল না হয়ে অন্য রঙ, যেমন কিছুটা কালচে বা ছাইরঙ ধারণ করতে পারে সমুদ্র মাঝে মাঝে রঙ বদলায়, এটা আমাদের অভিজ্ঞতা এর কারণ হলো সমুদ্রের পানির উপরিতলে ফাইটোপ্লাঙ্কটন নামে অতি ক্ষুদ্র, আণুবীক্ষণিক গুল্মজাতীয় উদ্ভিদ ভেসে বেড়ায় এদের কারণে সমুদ্রের রঙ বদলায় যদি একসঙ্গে অনেক বেশি উদ্ভিদ জড়ো হয় তাহলে সমুদ্রের ওই অংশের রঙ নীল-সবুজ হয়ে যায় প্লাঙ্কটনজাতীয় অতি ক্ষুদ্র উদ্ভিদ সামুদ্রিক খাদ্যচক্রের ভিত্তি এবং সামুদ্রিক প্রতিবেশের প্রাথমিক খাদ্য শক্তির উৎস ফাইটোপ্লাঙ্কটনে থাকে সবুজ ক্লোরোফিল এরা সূর্যের আলো শুষে নেয়, আবার উদ্ভিদগুলোও সূর্যের আলোর বিচ্ছুরণ ঘটায় সব মিলিয়ে সমুদ্রের রঙ পরিবর্তন হয় সাধারণত সমুদ্রের পানির উপরিভাগে প্রচুর ক্ষুদ্র উদ্ভিদ থাকে পানির নিচে ১০০ মিটার পর্যন্ত এসব উদ্ভিদের সমাবেশ দেখা যায় তবে এরা সাধারণত পানির ওপরের দিকে থাকতে চায় কারণ ফটোসিনথিসিসের ( Photosynthesis ) মাধ্যমে খাদ্য তৈরির জন্য তাদের সূর্যের আলো দরকার কখন সমুদ্রের রঙ কী হচ্ছে তা কৃত্রিম ভূউপগ্রহ থেকে সূক্ষ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা যায় সমুদ্রের রঙ বিশ্লেষণ করে বোঝা যায় কোন এলাকায় প্রাণের সঞ্চার কতটা বেশি বা কম এটা জানা খুব গুরুত্বপূর্ণ কারণ স্থলভাগের মতো সমুদ্রেও উদ্ভিদ হলো খাদ্যচক্রের ভিত্তি, যার ওপর অন্য সব প্রাণের অস্তিত্ব নির্ভরশীল তাই সমুদ্রে উদ্ভিদজাতীয় সম্পদের কার্যক্রম মানুষের এবং পৃথিবীর সামগ্রিক কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন