বুধবার, ১৬ জুন, ২০২১

ওজোন গ্যাস কি শরীরের ক্ষতি করে? Is ozone gas harmful to our body?

 

ওজোন গ্যাস কি শরীরের ক্ষতি করে?, Is ozone gas harmful to our body?,Ozone effects on human health, মানুষের স্বাস্থ্যের উপর ওজোনের প্রভাব

ওজোন গ্যাস কি শরীরের ক্ষতি করে? Is Ozone gas harmful to our body?

সাধারণত আকাশে ২০-৫০ কিলোমিটার উঁচুতে ওজোন গ্যাসের (Ozone Layer) স্তর থাকে সেখানে ওজোন না থাকলে সূর্যের অতিবেগুনি রশ্মি (আন্ট্রাভায়োলেট রে বা ইউভি) পৃথিবীতে চলে আসে এবং এতে চামড়ায় ক্যানসার অন্যান্য রোগ হতে পারে কিন্তু যদি ওজোন গ্যাস শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শরীরের ভেতর ঢুকে পড়ে তাহলে কতটা ক্ষতি হতে পারে?

ওজোন কিছুটা বিষাক্ত গ্যাস এর রঙ নীল এবং গন্ধ তীব্র ঝাঁজালো আসলে মাটির কাছাকাছি বাতাসে খুব বেশি ওজোন থাকে না এখানে কিছু ওজোন সৃষ্টি হয় বজ্র-বিদ্যুতের ফলে ছাড়া ফটোকপি মেশিন লেজার প্রিন্টার থেকে ওজোন গ্যাস বের হয় নাইট্রোজেন অক্সাইড কিছু আলোক-রাসায়নিক প্রক্রিয়ায় সৃষ্ট বায়ু দূষণেও ওজোন গ্যাস বের হয় ইলেক্ট্রিক ড্রিল মেশিন চালানোর সময় যে তীব্র গন্ধ নাকে লাগে সেটা ওজোন গ্যাস থেকে আসে কিছু ওজোন গ্যাস সৃষ্টি হয় গাড়ি পেট্রোল-অকটেন পাম্প স্টেশন থেকে মজার ব্যাপার হলো রক্তের শ্বেত কণিকা আমাদের শরীরের ভেতরেই কিছু ওজোন গ্যাস তৈরি করে, যা শরীরের নানা সংক্রমণ মোকাবিলায় কাজে লাগে তবে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শরীরে ওজোন গ্যাস (Ozone effects on human health) ঢুকলে সেটা অন্য ব্যাপার হয়ে দাঁড়ায় ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুস্তরে যদিও এই গ্যাসের পরিমাণ কম, তা সত্ত্বেও সম্পর্কে সজাগ থাকা দরকার গ্যাস আমাদের প্রশ্বাসের সঙ্গে শরীরে ঢুকলে কিছু ক্ষতির (effects) আশঙ্কা থাকে যদিও এটা তাৎক্ষণিক মৃত্যুর কারণ ঘটায় না ওজোন (Ozone) একটি ভালো অক্সিডাইজিং এজেন্ট এবং শরীরে এটা যেকোনো সেল বা টিস্যুকে আক্রমণ করতে পারে

1 টি মন্তব্য: