সোমবার, ৭ জুন, ২০২১

অণুবীক্ষণ যন্ত্র ও দূরবীক্ষণ যন্ত্রের কার্যপ্রণালী – How do Microscope and Telescope work

 আগের পর্ব - ক্যামেৱা কিভাবে কাজ করে – How Do Old Film Cameras Work 

অণুবীক্ষণ যন্ত্রের কার্যপ্রণালী,দূরবীক্ষণ যন্ত্রের কার্যপ্রণালী,How do Microscope and Telescope work,আতশী কাঁচ (magnifying glass
 অণুবীক্ষণ যন্ত্র ও দূরবীক্ষণ যন্ত্রের কার্যপ্রণালী How do Microscope and Telescope work

দুরবীক্ষণ যন্ত্র ( Telescope )

আমরা অল্প আলোয় বা অন্ধকারে দেখতে পাই না কেন? কারণ আমাদের চোখ এমনই ভাবে তৈরী যে বিশেষ পরিমাণে আলো না এলে আমাদের পক্ষে দেখা সম্ভব নয় বেড়ালদের চোখ কিন্তু এদিক থেকে আমাদের চেয়ে ভালো, তাই ওরা অল্প আলোয় বা প্রায় অন্ধকারে দেখতে পায় তবে ওরাও একেবারে অন্ধকারে দেখতে পায় না যদি আমরা খুব দূরের কিছু দেখি, তখন জিনিসটার অতি সামান্য আলোই আমাদের চোখে আসে আর বাকিটা অন্যদিকে ছড়িয়ে পড়ে 

দুরবীক্ষণ যন্ত্র (Telescope); খুব দূরের জিনিস দেখার সময় জিনিসটা থেকে অতি সামান্য আলোই আমাদের চোখের দিকে আসে, বাকি আলো চলে যায় অন্যান্য দিকে  

এই যে-আলোটুকু আমাদের চোখে আসে এটা যদি খুবই কম হয় তাহলে আর আমরা দেখতে পাব কী করে? আমরা যদি একটু বেশি আলো সংগ্রহ করতে পারি তাহলেই জিনিসটাকে দেখতে পাব দূরের জিনিস থেকে আসা বেশি আলো সংগ্রহ করার কায়দাটা কী?  

 

দূরবীক্ষণের (Telescope) ভেতরকার ব্যবস্থা; বাঁ দিকের কাঁচটা দূরের জিনিসের ছোট্ট ছবি তৈরি করলো ফোকাসের কাছে আর ডান দিকের কাঁচটা সেই ছোট্ট ছবিকে বড়ো করলো


একটা মস্ত বড়ো আতশী কাঁচ যোগাড় করা তাহলেই যথেষ্ট আলো পাওয়া যাবে আর দূরের জিনিসটার একটা ছোট্ট ছবি পাবে এই বিরাট আতশী কাচের ফোকাস-এর কাছাকাছি তবে বেশ উজ্জ্বল দেখালেও ছবিটা ভয়ানক ছোট্ট হবে 

দুরবীক্ষণ যন্ত্রতে (Telescope) খুব দূরের জিনিস দেখতে হলে চাই আলো সংগ্রহ করার জন্যে একটা বিরাট আতশী কাঁচ আর তারপর, ছোটো ছবিকে বড় করার জন্যে আরো একটা আতশী কাঁচ।।


তাই এইবার আরও একটা আতশী কাঁচ ( magnifying glass ) দিয়ে ছবিটা বড়ো করে নিতে হবে ব্যাস, তাহলেই হয়ে যাবে দূরবীক্ষণ যন্ত্র

 

অনুবীক্ষণ যন্ত্র ( Microscope )

অনুবীক্ষণ যন্ত্র অনেকটা দূরবীক্ষণ যন্ত্রের মতো একই নিয়মে কাজ করে তবে এখানে আলো সংগ্রহ করার হাঙ্গামা নেই কারণ যে জিনিসটা দেখা হচ্ছে সেটা হাতের কাছে আর তাই তার ওপর নিজেদের খুশিমতো আলো ফেলা যায় কাজেই এখানে আসলে দরকার ছবিটা বড় করার  

 

অণুবীক্ষণ যন্ত্র (Microscope); বাঁ দিকের আতশী কাঁচটা জিনিসটার একটা বড়ো ছবি তৈরি করলো আর ডান দিকের কাঁচটা সেই ছবিকে আরো এক প্রস্থ বড়ো করলো

 

সেই জন্যে প্রথমে একটা আতশী কাঁচ দিয়ে একটা বড়ো ছবি তৈরি করা হলো, তারপর আবার সেই ছবিটা আরেক প্রস্থ বড়ো করা হলো আরেকটা আতশী কাঁচ দিয়ে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন