শুক্রবার, ২৫ জুন, ২০২১

আপনার ব্লাইন্ড স্পট কোথায়? - Find your Blind spot

 

আপনার ব্লাইন্ড স্পট কোথায়,ব্লাইন্ড স্পট কি, Find your Blind spot

আপনার ব্লাইন্ড স্পট কোথায়? - Find your Blind spot

আমাদের প্রত্যেকে চোখের দৃষ্টিক্ষেত্রের একটি বিশেষ অংশ আমরা কখনো দেখতে পাই এটা আমরা অনেকেই জানি না বা জানলেও বিষয়টি নিয়ে তেমন মাথা ঘামাই না

যে অংশটুকু আমাদের অগোচরে থাকে, তাকে বলা হয় ব্লাইন্ড স্পট একটি সহজ পরীক্ষার সাহায্যে এই ব্লাইন্ড স্পট বের করা যায়  

আপনার ব্লাইন্ড স্পট কোথায়,ব্লাইন্ড স্পট কি, Find your Blind spot
পরস্পরচ্ছেদী দুটি বৃত্তের ছবিটি আপনার ডান চোখ থেকে ২০ সেন্টিমিটার দূরে ধরুন এবং একই সঙ্গে বাঁ চোখ হাত দিয়ে ঢেকে রাখুন এবার বৃত্ত দুটির বাঁয়ে আঁকা ক্রস দেওয়া কালো ফোটার ওপর দৃষ্টি নিবদ্ধ করুন অবস্থায় ছবিটি ধীরে ধীরে চোখের কাছে আনতে থাকুন এক সময় দেখা যাবে, বৃত্ত দুটির মাঝখানের বড় কালো ফোটাটি আর দেখা যাচ্ছে না অথচ বৃত্ত দুটি পরিষ্কার দেখা যাচ্ছে এই কালো ফোটার স্থানটিই আপনার ডান চোখের ব্লাইন্ড স্পট এই না-দেখাটা আমরা অনুভব করি না আমাদের চোখ এতে অভ্যস্ত হয়ে গেছে তা ছাড়া দুই চোখের ব্লাইন্ড স্পটের অবস্থান ভিন্ন হওয়ায় আমরা না দেখার অভাবটা সহজেই মিটিয়ে ফেলি সপ্তদশ শতকে মানুষ তার রেটিনার ব্লাইন্ড স্পট সম্পর্কে জানতে পারে

রেটিনার এই অংশে আলোক-সংবেদী কোনো উপাদান নেই বলেই ব্লাইন্ড স্পটের উদ্ভব ১০ মিটার দূরের একটি বাড়ির দিকে এক চোখে তাকালে একটি জানালার সমান স্থান আমাদের অগোচরে থেকে যাবে আর খোলা আকাশে এক চোখে তাকালে প্রায় ১২০টি পূর্ণিমার চাঁদের সমান আকাশ আমাদের দৃষ্টির বাইরে থেকে যাবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন