শনিবার, ২৬ জুন, ২০২১

কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত – Artificial rainfall or precipitation by cloud seeding

 

কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত, Artificial rainfall or precipitation,cloud seeding

কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত Artificial rainfall or precipitation by cloud seeding

 

কৃত্রিম বৃষ্টিপাতের জন্য প্রয়োজন বাতাসে প্রচুর আর্দ্রতা আকাশে মেঘ কিন্তু ধরা যাক, ওই মেঘের অতিক্ষুদ্র জলকণাগুলি সংযুক্ত হয়ে বড় ফোটা তৈরি করতে পারছে না অথচ বড় ফোঁটা না হলে সেই ফোটা বৃষ্টির আকারে ঝরে পড়তে পারবে না এমন অবস্থায় বিমান থেকে ওই মেঘের ওপরে কঠিন কার্বন ডাই-অক্সাইড কিংবা সাধারণ লবণ ছড়িয়ে দিলেই ওই কঠিন কার্বন ডাই-অক্সাইড বা লবণের কণাগুলোর উপর জলকণাগুলো আশ্রয় নিয়ে খুব শীঘ্র বড় বড় ফোঁটায় পরিণত হয়ে বৃষ্টি দেয় সিলভার আয়োডাইড ওই একই কাজ আরও তাড়াতাড়ি ভালোভাবে করতে পারে বিমান থেকে সিলভার আয়োডাইডের ধোয়া যদি ওই ধরনের মেঘের ওপরে ছড়ানো হয়, তবে দেখা যায় যে, মিনিট পনেরোর মধ্যেই বৃষ্টি পড়তে শুরু করে এই প্রক্রিয়াকে ক্লাউড সিডিং (cloud seeding) বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন