রবিবার, ১২ জুন, ২০২২

রিঠা ফল এর গুণাগুণ ও ব্যবহার - বৃক্ষের কথা - হুমায়ূন আহমেদ – Ritha - Indian soapberry - Sapindus mukorossi- Humayun Ahmed

 

রিঠা ফল এর গুণাগুণ ও ব্যবহার - বৃক্ষের কথা - হুমায়ূন আহমেদ – Ritha - Indian soapberry - Sapindus mukorossi- Sapindus saponaria - Humayun Ahmed

রিঠা ফল এর গুণাগুণ ব্যবহার - বৃক্ষের কথা - হুমায়ূন আহমেদ – Ritha - Indian soapberry - Sapindus mukorossi- Humayun Ahmed

 

রিঠার ইংরেজি নাম সাবান বৃক্ষ— Soap plant, একটা সময় ছিল যখন সাবান আবিষ্কার হয় নি, পা পরিষ্কার করা হতো সাজিমাটি দিয়ে। মাথার চুল পরিষ্কারে ব্যবহার করা হতো এই গাছের পাতা। পানিতে পা ঘষলেই সাবানের মতো ফেনা হতো।

শুনেছি এই যুগেও বড় বড় বিউটি পার্লারে রিঠা গাছের ফল দিয়ে চুল ধোয়া হয় শ্যাম্পুর বিকল্প হিসেবে। এতে চুল না-কি উজ্জ্বল ঝকঝকে হয়।

রিঠা গাছের ফলে আছে সেপুনিন। এই সেপুনিনই সাবানের বিকল্প। ফল দিয়ে কাপড় ধুলে কাপড়ও পরিষ্কার হবে।

রিঠার বৈজ্ঞানিক নাম Sapindus trikorossi Gaertn.

পরিবার Sapindaceae এই গাছ গ্রামবাংলার বনেজঙ্গলে একসময় প্রচুর দেখা যেত। এখন দেখা যায়। নুহাশ পল্লীতে একটি মাত্র রিঠা গাছ আছে। গাছটি ক্রমেই লম্বা হয়ে আকাশ ছোয়ার ভাব করছে। এরকম হবার কথা না।

রিঠা গাছের কাঠ বেশ শক্ত। তেলের ঘানিতে এই কাঠ ব্যবহার করা হয়। এর বিশেষ কোনো কারণ আছে কিনা জানি না।

এই গাছের শিকড়েও প্রচুর সেপুনিন আছে। সাবানের বিকল্প হিসেবে সেপুনিন ব্যবহার করা যেতে পারে।

Tags: রিঠা ফল এর গুণাগুণ ও ব্যবহার,বৃক্ষের কথা,হুমায়ূন আহমেদ, Ritha,Indian soapberry,Sapindus mukorossi,Humayun Ahmed, Sapindus saponaria

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন