বুধবার, ১৪ জুলাই, ২০২১

সূর্যের রঙ হলুদ দেখায় কেন? - Why does the sun look yellow?

 

সূর্যের রঙ হলুদ দেখায় কেন?, Why does the sun look yellow?

সূর্যের রঙ হলুদ দেখায় কেন? - Why does the sun look yellow?

সূর্যের আলোর মধ্যে সাতটি রঙ মিশে থাকে বলে সেটা সাদা হওয়ার কথা কিন্তু সূর্য তার আলো হলুদ দেখায় কারণ সূর্যরশ্মিতে অন্য রঙগুলোর চেয়ে হলুদ রঙের অনুপাত একটু বেশি থাকে কিন্তু রকম তো হওয়ার কথা নয়, সব রঙই সমানুপাতে থাকার কথা তাহলে কেন হলুদ রঙ বেশি আসছে? এর দুটি কারণ কোনো জ্বলন্ত বস্তুর রঙ নির্ভর করে তার তাপমাত্রার ওপর সূর্যের উপরিতলের তাপমাত্রা প্রায় হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অন্যান্য রঙের তুলনায় হলুদ রঙের আলো কিছু বেশি বের হয় যদি তাপমাত্রা কম হতো, ধরা যাক হাজার ৫০০ ডিগ্রি তাহলে সূর্যের রঙ হতো কিছুটা লাল, যেমন অ্যান্টেয়ারিজ বা বিটলজুস নামের তারা দুটিকে রাতের আকাশে লালচে রঙে জ্বলতে দেখা যায় অথবা যদি সূর্য আরো বেশি উত্তপ্ত হতো, ধরা যাক ১৫ হাজার ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাকে দেখাতো অনেকটা নীলাভ, যেমন রাতের আকাশে দেখা যায় নাইজেল নক্ষত্রটিকে সূর্যকে হলুদ দেখানোর আরেকটি কারণ হলো বায়ুস্তর যা এক ধরনের আলোর ফিল্টার হিসেবে কাজ করে আলো যখন বাতাসের মধ্য দিয়ে অতিক্রম করে তখন হলুদ রশ্মি বেশি আসে হাল্কা বায়ু সূর্যের হলুদ ভাবটা কমায় উঁচু আকাশে বায়ুস্তর হাল্কা বলে এরোপ্লেনে ৪০-৫০ হাজার ফুট ওপরে উঠে তাকালে দেখা যাবে সূর্যের হলুদ রঙ অনেকটা ফিকে হয়ে এসেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন